Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যত পরিকল্পনা

 ভবিষ্যত পরিকল্পনা

বৈদেশিক সাহায্যপুষ্ট চলমান প্রকল্প;

ক)

Urban Building Safety Project. (এ প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে সদর দপ্তর ভবন, 4টি ফায়ার স্টেশন পুন:নির্মাণ এবং 5টি ফায়ার স্টেশন রেট্রোফিটিংসহ ০১টি টার্ন টেবল লেডার, ০১টি এরিয়েল প্লাট ফর্ম লেডার ও ০১টি বিশেষ পানিবাহী গাড়ি সংগ্রহ করা হবে।)

 

খ)

Urban Resilience Project(URP): Dhaka North City Corporation Part (DNCC Part)

(বিশ্ব ব্যাংকের অর্থায়নে সরঞ্জাম পাওয়া যাবে)।

চলতি 2018-19 অর্থ বছরের এডিপির সবুজ পাতায় অন্তর্ভুক্ত প্রকল্প;

ক)

Strengthening Ability of Fire Emergency Response (SAFER) Project.

খ)

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ১০টি বিশেষায়িত অগ্নিনির্বাপন ও উদ্ধার ইউনিট স্থাপন প্রকল্প।

গ)

দেশের দক্ষিণাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগ) গুরুত্বপূর্ণ উপজেলা/থানা সদর/স্থানে 80টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্প     

ঘ)

দেশের উত্তরাঞ্চলের (রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ) গুরুত্বপূর্ণ উপজেলা/থানা সদর/স্থানে ৩২টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্প

ঙ)

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সকে একাডেমিতে রুপান্তর ও ট্রেনিং সার্পোট ফায়ার স্টেশন তৈরীসহ নতুন স্থানে স্থানান্তর প্রকল্প।

চ)

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়ারলেস ও টেলিকমিউনিকেশন ব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প।

ছ)

কক্সবাজার ডিএডি দপ্তরসহ কক্সবাজার ও কুয়াকাটা সৈকত  স্থল কাম নদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্প।

জ)

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের ২৬টি দপ্তর/আবাসিক ভবন নির্মাণ প্রকল্প।

ঝ)

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সক্ষমতা বৃদ্ধিকল্পে সাজ-সরঞ্জাম সংগ্রহ  (ফেইজ-২) প্রকল্প।

নতুন প্রস্তাবিত নতুন প্রকল্প;

ক)

অর্থনৈতিক জোন ফায়ার স্টেশন (২০৩০ সালের মধ্যে ১০০টি অর্থনৈতিক জোন স্থাপিত হবে, প্রতিটি  জোনে ১টি করে)                                                                                                

খ)

হাইওয়ে ফায়ার স্টেশন প্রকল্প (৪০টি ফায়ার স্টেশন স্থাপন করা হবে)।

গ)

স্যাটেলাইট ফায়ার স্টেশন প্রকল্প (ঢাকা-১৬টি, চট্টগ্রাম-১০টি মোট-26টি) ।                                          -

ঘ)

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর এ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ প্রকল্প (ফেইজ-2)

** এছাড়াও ভবিষ্যতে গুরুত্বানুযায়ী দেশের বিভিন্ন স্থানে আরও ফায়ার স্টেশন স্থাপন করা হবে।